ঢাকাশনিবার, ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

মেহজাবীন এবার অ্যাম্বুলেন্সের ড্রাইভার

বিনোদন ডেস্কঃ
জুন ৬, ২০২২ ১:১৬ অপরাহ্ণ / ই-প্রিন্ট ই-প্রিন্ট
                                                       
                           
Link Copied!
ই-প্রিন্ট ই-প্রিন্ট                            

চরিত্রের প্রয়োজনে অভিনয় শিল্পীদের কত কিছুই না করতে হয়। গল্প অনুসারে হতে হয় কখনো শিক্ষক, ইঞ্জিনিয়ার, ডাক্তার আরও কত কী! আর এবার একেবারেই অন্য একটি চরিত্রে ধরা দিলেন ছোট পর্দার জনপ্রিয় মুখ অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার নাটক যেন দর্শকদের মাঝে এক অন্যরকম উন্মাদনা তৈরি করে। নতুন এক নাটকে তাকে দেখা যাবে অ্যাম্বুলেন্সের ড্রাইভারের চরিত্রে। 

সোমবার (৬ জুন) মেহজাবীন নিজের অফিসিয়াল পেজে একটি ছবি ও ভিডিও প্রকাশ করেন। যেখানে দেখা যাচ্ছে একটি নাটকের শুটিং চলছে। আর এই নাটকে একজন অ্যাম্বুলেন্সের ড্রাইভার রূপে পর্দায় আসছেন তিনি।

ছবির ক্যাপশনে মেহজাবীন লিখেন, ‘সময় মতো অ্যাম্বুলেন্স পাওয়া যেনো ভাগ্যের ব্যাপার।’ ভিডিও শেয়ার করে তিনি বলেন, ‘মাঝে মাঝে ভাবি অন্য পেশাতে থাকলে কি জীবনে এতো ধরণের অভিজ্ঞতা নেওয়ার সৌভাগ্য হতো? খুব নার্ভাস ছিলাম এত বড় অ্যাম্বুলেন্স চালাতে পারবো কি না! কারণ, কার ড্রাইভ করলেও আগে কখনো মাইক্রো ড্রাইভ করিনি। কিন্তু অ্যাম্বুলেন্সের এক্সেলেটরে পা রাখার পর নতুন এক নিজেকে আবিষ্কার করলাম। নতুন গল্প,নতুন চরিত্র; আশা করি ভাল লাগবে।’

এই অভিনেত্রীর পোস্ট থেকে আরও জানা যায়, অনন্য ইমন পরিচালিত এই নাটকটি আসছে ঈদে দেখতে পারবেন তার দর্শকরা।