ঢাকাশনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পদ্মা সেতু এলাকায় আগামীকাল থেকে সকল নৌ চলাচল বন্ধ ঘোষণা

ইমরান রহমান অনিম
জুন ২৩, ২০২২ ৬:২২ অপরাহ্ণ / ই-প্রিন্ট ই-প্রিন্ট
                                                       
                           
Link Copied!
ই-প্রিন্ট ই-প্রিন্ট                            

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সেতু এলাকায় নৌপথে নৌযান চলাচলে বিধিনিষেধ দিয়েছে সরকার। এই রুটে আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত লঞ্চ ও স্পিডবোট ছাড়া অন্যান্য নৌযান চলাচল বন্ধ থাকবে। আর সেতু উদ্বোধনের দিন শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধ থাকবে সব ধরনের নৌযান।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আজ বৃহস্পতিবার বিশেষ নৌ-সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত লঞ্চ ও স্পিডবোট ছাড়া অন্যান্য নৌযান চলাচল বন্ধ থাকবে। তবে, শনিবার সেতু উদ্বোধনের দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত লঞ্চ, স্পিডবোটসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।

এতে বলা হয়, অনুষ্ঠান বাস্তবায়ন কাজে ব্যবহারের উদ্দেশে অনুমোদিত নৌযান এ বিধিনিষেধের আওতামুক্ত থাকবে।