ঢাকাশুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আগামীকাল রবিবার থেকে শুরু হবে কলেরার টিকা দেয়া

Emran Rahman Anim
জুন ২৫, ২০২২ ৫:৫৫ অপরাহ্ণ / ই-প্রিন্ট ই-প্রিন্ট
                                                       
                           
Link Copied!
ই-প্রিন্ট ই-প্রিন্ট                            

কলেরা সংক্রমণ প্রতিরোধে আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে টিকাদান কার্যক্রম। এরই মধ্যে প্রতিটি কেন্দ্রে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ (সিডিসি) সূত্রে জানা গেছে, জাতীয় কলেরা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় ঢাকা শহরের যাত্রাবাড়ী, সবুজবাগ, মিরপুর, মোহাম্মদপুর ও দক্ষিণখানে এই কর্মসূচি পালনের উদ্যোগ নেয়া হয়েছে। সপ্তাহব্যাপী এই কার্যক্রমে প্রাথমিকভাবে ঢাকা শহরের প্রায় ২৩ লাখ মানুষকে এই টিকা দেয়া হবে।

আগামীকাল রোববার দুপুরে আইসিডিডিআর’বির সম্মেলন কক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এ কর্মসূচির উদ্বোধন করবেন।
আগামী ২ জুলাই পর্যন্ত এ কর্মসূচি চলবে। মুখে খাওয়ার এই টিকা গর্ভবতী নারীরা ব্যতীত এবং এক বছরের বেশি বয়সী সব বয়সের মানুষকে দেয়া হবে।