ঢাকামঙ্গলবার, ২৭শে জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

সৌদিতে ঈদুল আজহা কবে? জানা যাবে বুধবার

ইমরান রহমান অনিম
জুন ২৭, ২০২২ ৯:০২ অপরাহ্ণ / ই-প্রিন্ট ই-প্রিন্ট
                                                       
                           
Link Copied!
ই-প্রিন্ট ই-প্রিন্ট                            

সৌদি আরবের সুপ্রিম কোর্ট বুধবার (২৯ জুন) সন্ধ্যায় ইসলামিক মাস জিলহজ্বের নতুন চাঁদ দেখার জন্য দেশটির মুসলমানদের আহ্বান জানিয়েছে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, চাঁদ দেখার ওপর ভিত্তি করে জিলহজ্ব মাসের তারিখ গণনা শুরু হয়। মাসটিতে মুসলমানরা হজ পালন এবং ঈদুল আজহা উদযাপন করে। যারা খালি চোখে বা টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখতে পাবেন, তাদেরকে আদালতে রিপোর্ট করতে এবং সাক্ষ্য নথিভুক্ত করতে অনুরোধ জানিয়েছে সুপ্রিম কোর্ট৷