ঢাকাসোমবার, ২৬শে জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

বন্যা পরিস্থিতির অবনতি সুনামগঞ্জে

ইমরান রহমান অনিম
জুন ৩০, ২০২২ ৪:১২ অপরাহ্ণ / ই-প্রিন্ট ই-প্রিন্ট
                                                       
                           
Link Copied!
ই-প্রিন্ট ই-প্রিন্ট                            

গত তিন দিনের উজানের ঢল ও বৃষ্টিপাতে সুনামগঞ্জের ছাতক দোয়ারাবাজার ও সদর উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। এসব এলাকার নিম্নাঞ্চলে পানি বেড়েছে। এতে আবারও পানিবন্দি হয়ে পড়েছে মানুষ।
বৃহস্পতিবার (৩০ জুন) সকাল থেকে টানা বৃষ্টিপাতের ফলে সুনামগঞ্জ শহরের নিম্নাঞ্চলের রাস্তাঘাট পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। ফলে দুর্ভোগে পড়েছে এসব এলাকার বানভাসি মানুষ।

এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম জানান, বৃষ্টি ও উজানের ঢলে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। তবে এখনো বিধ্বংসী হয়ে ওঠেনি। এভাবে বৃষ্টি হলে পরিস্থিতির উন্নতির সম্ভাবনা ক্ষীণ।
তিনি আরও বলেন, সুনামগঞ্জের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি ১১ সেন্টিমিটার বেড়েছে। সীমান্ত নদী যাদুকাটা, খাসিয়ামারা, চেলা, চলতিসহ পাহাড়ি নদী দিয়ে স্বল্প পরিমাণে উজানের ঢল নামছে।
এদিকে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন সেনাবাহিনী, নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা। পাশাপাশি ত্রাণ বিতরণ করেছে দুর্গত এলাকায় জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠন।