উদিয়মান লেখিকা আনতারা আফিফা আফরিনার ২৫ তম জন্মদিন আজ।
গত বইমেলায় তার একটি কবিতার বই প্রকাশিত হয়েছে। এবারের বই মেলায় নিজের একক কবিতা সংকলন নিয়ে একটি বই বের করার প্রচেষ্টায় আছেন তিনি।
এছাড়াও তিনি একজন উদ্যোক্তা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রয়েছে তার পেজ নবান্য ফ্যাশন হাউজ। তিনি তার জন্মদিনে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।