ঢাকা-রংপুর-ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেন রংপুর এক্সপ্রেস আগামী ৯ ও ১১ জুলাই চলাচল করবে না।
রেলওয়ের লালমনিরহাট বিভাগে কর্মরতদের মধ্যে কোন অমুসলিম কর্মচারী না থাকায় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
রেলওয়ে পশ্চিমাঞ্চলের সহকারী চীফ অপারেটিং সুপারিনটেন্ট আব্দুল আউয়াল স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, লালমনিরহাট সেকশনে কর্মরতদের মধ্যে কোন অমুসলিম রানিং কর্মচারী না থাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনটি ৯ জুলাই এবং ১১ জুলাই রংপুর-ঢাকা রুটে চলাচল করবে না।
চিঠিটি আব্দুল আউয়াল রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজারের পক্ষে জারি করেছেন বলেও উল্লেখ করা হয়।
ওই চিঠিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহবান জানানো হয়েছে।