বাংলাদেশ জাতীয় পার্টির বাহ্মণবাড়িয়া-২ আসনের দুইবারের সাবেক সাংসদ জনাব জিয়াউল হক মৃধার সভাপতিত্বে দিনব্যাপী সভায় উপস্থিত ছিলেন বেজগাও ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও বাংলাদেশ ক্রোকারিজ ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান জনাব ফারুক ইকবাল মৃধা, সুপ্রিম কোর্টের সহকারী এ্যাটর্ণী জেনারেল এডভোকেট শাহীন মৃধা, মৃধা ঐক্য কল্যান ফাউন্ডেশনের অন্যতম ফাউন্ডার জনাব হাসিব মৃধা, ফাউণ্ডার মেম্বার ও যায়যায়দিন সহসম্পাদক মো. ইমরান মৃধা, হাফেজ ওমর ফারুক মৃধা দুবাই ড্রাই ড্ক্স ওয়ার্ল্ড জামে মসজিদের ইমাম, দুবাই ইউ, এ, ই। বিশিষ্ট্য ব্যবসায়ী এবং “মৃধা তেজারত ইন্টারন্যাশনাল” এর ফাউন্ডার জনাব সুলতান হোসেন মৃধা, অতিরিক্ত জেলা প্রশাসক ও দুদকের সহকারী পরিচালকসহ মৃধা বংশের অনেক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, শিল্পপতি ও বিভিন্ন জেলা থেকে আগত মৃধা বংশের অনেকেই উক্ত সভায় উপস্থিত ছিলেন।
বাংলাদেশের প্রায় ২৪ লক্ষ মৃধাদেরকে এক ছাতার নীচে একত্রিত করে পারষ্পরিক সুখ দু:খ বিনিময়ের মাধ্যমে অভাব মোচন ও সামাজিক মর্যাদায় অধিষ্ঠিত করার মাধ্যমে দেশের আর্থ সামাজিক উন্নয়নে অংশগ্রহণ করাই মৃধাদের মূল লক্ষ্য ও উদ্দ্যেশ্য।
দেশের বিভিন্ন জেলা থেকে আসা মৃধাদের সর্ব সম্মতিতে বাংলাদেশ মৃধা ঐক্য কল্যাণ ফাউডেশন এর ৮ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির চেয়ারম্যান নির্বাচিত করা হয় সাবেক এমপি এডভোকেট জিয়াউল হক মৃধাকে , সিনিয়র সহ সভাপতি নির্বাচিত বাংলাদেশ ক্রোকারিজ ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান জনাব ফারুক ইকবাল মৃধা ,মহাসচিব নির্বাচিত হয় ড্রাইডক ইয়ার্ড মসজিদের প্রধান ইমাম হাফেজ ওমর ফারুক মৃধা , প্রধান উপদেষ্টা ফাইজ উদ্দিন মৃধা , অন্যতম উপদেষ্টা মঞ্জুরুল আলম মৃধা, সহ সভাপতি আফজালুর রহমান মৃধা, সহ সভাপতি মান্নান মৃধা, সিনিয়র যুগ্ন মহাসচিব মৃধা মালেক।