ঢাকারবিবার, ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

‘করোনা মোকাবেলা ও ভ্যাক্সিনেশনে যুক্তরাষ্ট্রের চেয়ে সফল বাংলাদেশ’

ঢাকা কনভারসেশন ডেস্কঃ
অক্টোবর ১১, ২০২২ ২:৩৮ অপরাহ্ণ / ই-প্রিন্ট ই-প্রিন্ট
                                                       
                           
Link Copied!
ই-প্রিন্ট ই-প্রিন্ট                            

করোনা মোকাবেলা ও ভ্যাক্সিনেশন কার্যক্রমে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি সফল বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।সোমবার (১০ অক্টোবর) দুপুরে চট্টগ্রামে বেসরকারি হাসপাতাল এভায়ারকেয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

এসময় মন্ত্রী আরো বলেন, দেশের সংকটকালে সরকারি হাসপাতালের পাশাপাশিবেসরকারি হাসপাতালগুলো এগিয়ে এসেছে। স্বাস্থ্যখাতের ফার্মাসিউটিক্যাল জিনিসপত্র বিদেশ থেকে আমদানি করতে হয় না পাশাপাশি দেশেই এখন বিদেশি মানের সেবা নিশ্চিত করা যাচ্ছে।

অনুষ্ঠোনে আরো বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিসহ অন্যরা। ৪৭০ শয্যা বিশিষ্ট আধুনিক এই হাসপাতালে রয়েছে চব্বিশ ঘন্টার জরুরি বিভাগ, ২৭টি বিশেষ ও উপ-বিশেষ বিভাগ, এইচইপিএ ফিল্টারসহ ১০টি মড্যুলার ওটি। অনুষ্ঠানে এভারকেয়ার গ্রুপের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান ম্যাথু হোবার্ট, গ্রুপ চেয়ারম্যান বব কুন্দানমাল, সিইও ম্যাসিমিলিয়ানো কোলেলা সহ অতিথিরা উপস্থিত ছিলেন।