ঢাকাবৃহস্পতিবার, ১৮ই মে, ২০২৩ খ্রিস্টাব্দ

আইএমএফের ঋণের সম্ভাবনার খবর দিলো বাংলাদেশ ব্যাংক

ঢাকা কনভারসেশন ডেস্কঃ
অক্টোবর ২৭, ২০২২ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আইএমএফের ঋণ পাচ্ছে বাংলাদেশ।  দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আবুল কালাম আজাদ।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। বলেন, ঋণের ব্যাপারে বাংলাদেশ ব্যাংক ও আইএমএফের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তবে চুড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও দুই সপ্তাহ অপেক্ষা করতে হবে বলে জানান তিনি।

এর আগে বাংলাদেশকে ঋণ দেয়ার বিষয়ে আলোচনার অংশ হিসেবে দ্বিতীয় দিন বাংলাদেশ ব্যাংকে বৈঠক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, আইএমএফ প্রতিনিধি দলের সদস্যরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও ডেপুটি গভর্নরসহ তিনটি সেশনে বৈঠক করেছেন তারা।

বাংলাদেশ ব্যাংক জানায়, আইএমএফের কাছ থেকে ৪৫০ কোটি ডলার চায় বাংলাদেশ। এরআগে অর্থনৈতিক সংকট মোকাবেলায় জুলাই মাসে ঋণ চেয়ে চিঠি পাঠিয়েছিল বাংলাদেশ। আর দু সপ্তাহ আগে ওয়াশিংটনে এক বৈঠকে ঋণের বিষয়ে প্রাথমিক সম্মতি দেয় আইএমএফ।  এই ধারাবাহিকতায় ২৬ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত সরকারের বিভিন্ন দফতরের সাথে বৈঠক করবে আইএমএফ।