ঢাকাবুধবার, ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মৃধা ট্রেড ইন্টারন‍্যাশনাল L.L.C ওমান শাখার উদ্বোধনী অনুষ্ঠান উদযাপিত

ঢাকা কনভারসেশন ডেস্কঃ
নভেম্বর ৫, ২০২২ ১২:৩২ অপরাহ্ণ
Link Copied!

গতকাল রাজধানীর গোল্ডেন পার্ক চাইনিজ রেস্টুরেন্ট এ মৃধা ট্রেড ইন্টারন্যাশনাল L.L.C ওমান শাখার উদ্বোধনী অনুষ্ঠান উদযাপিত হয়ে গেল। কেক কেটে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বাংলাদেশর সহকারী অ্যাটর্নি জেনারেল এডভোকেট শাহীন মৃধা, মৃধা ট্রেড ইন্টারন্যাশনাল L.L.C এর চেয়ারম্যান সুলতান মৃধা, মৃধা ট্রেড ইন্টারন্যাশনাল L.L.C এর প্রধান নির্বাহী অফিসার ইঞ্জিনিয়ার সজিব মৃধা, মৃধা ট্রেড ইন্টারন্যাশনাল L.L.C এর পরিচালক আজমান মৃধা ও ইঞ্জিনিয়ার লিখন মৃধা। এসময় উপস্থিত ছিলেন, অনুষ্ঠানের বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা আফজালুর রহমান মৃধা, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি আব্দুল মান্নান মৃধা, রূপনগর থানা যুবলীগ এর সাধারণ সম্পাদক ও কাইফ মালিহা এপারেল্স এর ব্যবস্থাপনা পরিচালক নূর আলম খোকন মৃধা। এছাড়াও উপস্থিত ছিলেন মৃধা তেজারত ইন্টারন্যাশনাল পরিচালনাকমিটির পরিচালকবৃন্দ- মোহাম্মদ সেলিম মৃধা, ইঞ্জিনিয়ার আলমগীর মৃধা, সোয়েবুর রহমান মৃধা, জহিরুল হক মৃধা, হাসিব মৃধা, আলমগীর হোসেন মৃধা, ইমরান মৃধা, ফোরকান মৃধা, আনোয়ার মৃধা সহ প্রায় দুইশত মৃধা বংশের গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।