ঢাকাশুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

এই হামলায় মনোবল আরও বেড়েছে: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক :
নভেম্বর ৫, ২০২২ ১২:২২ পূর্বাহ্ণ / ই-প্রিন্ট ই-প্রিন্ট
                                                       
                           
Link Copied!
ই-প্রিন্ট ই-প্রিন্ট                            

বন্দুক হামলায় আহত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। ভাষণে তিনি জানিয়েছেন, তাকে হত্যার উদ্দেশে হামলা হতে পারে বলে একদিন আগেই খবর পেয়েছিলেন তিনি। তিনজন এই হামলার পরিকল্পনাকারী। লাহোরের শওকত খানম  হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানান তিনি। সেখান থেকেই এই ভাষণ দেন ইমরান খান।

ভাষণে ইমরান খান বলেন, ‘আমি এই হামলার ব্যাপারে বিস্তারিত পরে জানাবো। পাঞ্জাবের ওয়াজিরাবাদ বা গুজরাট শহরে আমাকে মেরে ফেলার পরিকল্পনা করা হয়েছে- এই তথ্য হামলার একদিন আগে জানতে পেরেছিলাম।’

ইমরান খান তার  ভাষণে পাকিস্তানের বর্তমান সরকারকে তিরস্কার করেন। তিনি বলেন, পাকিস্তানের জনতা আজ জেগে উঠেছে এই সরকারের বিরুদ্ধে। জনগণের ভাষা এই সরকার বুঝতে পারছে না। যেমনটা বুঝতে পারেনি ১৯৭০ সালে পূর্ব পাকিস্তানিদের ভাষা। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলেও তাদের হাতে ক্ষমতা না দিয়ে সেনাবাহিনীকে দিয়ে হত্যাযজ্ঞ চালানো হয়েছে। যেমনটা এখনো করা হচ্ছে।

ইমরান খান বলেন, ‘১৯৭১ সালে ফলশ্রুতিতে পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে বাংলাদেশের উৎপত্তি হয়েছিলো। আজ সেই বাংলাদেশ পাকিস্তানের চেয়ে সমৃদ্ধ।’

তিনি বলেন, আমি হাসপাতাল থেকে বের হয়েই আবার আন্দোলনের মাঠে যাবো ইসলামাবাদের উদ্দেশে লংমার্চে। তিন জনতার উদ্দেশে বলেন, তার উপর হামলার জন্যে দায়ী প্রধান মন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ও সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল ফয়সাল পদত্যাগ না করা পর্যন্ত আপনারা আন্দোলন চালিয়ে যান। এরা ক্ষমতায় থাকাবস্থায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবেনা। তিনি বলেন, এই হামলায় আমার মনোবল আরও বেড়েছে, দেশবিরোধী এই চক্রের বিরুদ্ধে লড়বো-নাহয় মরবো।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে ইমরান খানের পদযাত্রার প্রস্তুতি সমাবেশে তাকে লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারী। এতে ৭ জন আহত ও ১ জন নিহত হয়। ইমরানের খানের পায়ে গুলি লাগে।

এ ঘটনার পরপরই কর্মী সমর্থকরা ইমরান খানকে হাসপাতালে নিয়ে যান। সন্দেহভাজন এক বন্দুকধারীকে তাৎক্ষনিক গ্রেফতার করে পুলিশ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইমরান খানের ওপর হামলার নিন্দা জানিয়েছেন। ইমরান খানের উপর হামলার প্রতিক্রিয়ায় তার দল পিটিআই-এর কর্মী-সমর্থকরা পাকিস্তানজুড়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। সূত্র: ক্যাপিটাল টিভি