ঢাকামঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আর্জেন্টিনার কোচের মুখে ব্রাজিলের জয় প্রত্যাশা

স্পোর্টস ডেস্ক
ডিসেম্বর ১, ২০২২ ৩:৪২ অপরাহ্ণ / ই-প্রিন্ট ই-প্রিন্ট
                                                       
                           
Link Copied!
ই-প্রিন্ট ই-প্রিন্ট                            

কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে শুরুটা মোটিও ভালো ছিল না আর্জেন্টিনার। প্রথমার্ধে চারবার জালে বল জড়িয়েছিল তারা, যদিও তিনটিই ছিল অফসাইড। শেষপর্যন্ত ম্যাচটি হারতে হয় মেসিদের। দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে জয় এলেও যেন সন্তুষ্টি মিলছিল না ঠিকঠাক।

অবশেষে পোল্যান্ডের বিপক্ষে নান্দনিক ফুটবল উপহার দিয়েছে আর্জেন্টিনা। মেসির পেনাল্টি মিসের পরও তারা জয় পেয়েছে ২-০ গোলে। এই জয় তাদের নিয়ে গেছে শেষ ষোলোতে। যেখানে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।  দলটির কোচ অবশ্য উৎসবে কিছুটা টানই লাগিয়েছেন, জানিয়েছেন পোল্যান্ডের বিপক্ষে ম্যাচ জিতেই চ্যাম্পিয়ন হননি তারা।

রাতে ম্যাচের পর তিনি বলেছেন, ‘আমরা ভালো একটা ম্যাচ খেলেছি। আর এটা চালিয়ে যেতে হবে। আমরা একজন প্রতিদ্বন্দ্বী অথবা ফেভারিট। এখনও একই আছি। সামনে আরও কঠিন দলের মুখোমুখি হতে হবে। তবে আমাদের দল লড়াই চালিয়ে যাবে। আজকে জিতেই চ্যাম্পিয়ন হয়ে গেছি, এমন ভাবাটা ভুল হবে।’

লিওনেল স্কালোনি আগেই বলে রেখেছেন, অস্ট্রেলিয়া ম্যাচটি সহজ হবে না। সব ম্যাচই কঠিন। সৌদি আরব আমাদের হারিয়ে দিয়েছে, কেউই সেটা প্রত্যাশা করেনি। এখন ফুটবল হচ্ছে ম্যাচ বাই ম্যাচের খেলা। এমনকি ভালো খেলেও আপনি হারতে পারেন। যারা ভাবছে অস্ট্রেলিয়া ম্যাচ সহজ হবে, তারা ভুল করছেন।

পোল্যান্ড ম্যাচের কৌশল নিয়ে স্কালোনি বলেছেন, ‘আমরা দেখেছি তারা পেনাল্টি ঠেকিয়ে দেওয়ার পর থেকে ব্যাকইয়ার্ডে ডিফেন্ড করছিল। এজন্য আমরা সেন্টারের পেছন থেকে আক্রমণের চেষ্টা করেছিলাম। সৌভাগ্যবশত পেরেছি। আমরা দলের আজকের পারফরম্যান্সে সন্তুষ্ট। এই ম্যাচ সহজ ছিল না। আমাদের এমন একটা দলের বিপক্ষে খেলতে ও জিততে হয়েছে যাদের দুইটা ফলই আছে।’

ব্রাজিল কাতার বিশ্বকাপের শেষ ষোলোয় ওঠায় খুশি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। এদিন সাংবাদিক সম্মেলনে এসে তিনি বলেছেন, ‘ব্রাজিল কোয়ার্টার ফাইনালে ওঠায় আমি খুশি। আমি আসলে লাতিন আমেরিকার ফুটবলের বড় ভক্ত। ব্রাজিলে আমার অনেক বন্ধু আছে। আমি চাইব, আর্জেন্টিনা এবার কাপ জিতুক। তবে কোনওভাবে আমরা না পারলে আমি চাইব, লাতিন আমেরিকার কোনো দল জিতুক বিশ্বকাপ। আমার এই কথার কোনও ভুল ব্যাখ্যা চাই না। ব্রাজিল ভাল দল। আমরা না পারলে ওরা বিশ্বকাপ জিতলে খুশি হব। না, এই নিয়ে কোনও বিতর্কের অবকাশ নেই।’