ঢাকামঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ক্যাপিটল হিল দাঙ্গা: হতে পারে ২০ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক :
ডিসেম্বর ২০, ২০২২ ১০:২৪ অপরাহ্ণ / ই-প্রিন্ট ই-প্রিন্ট
                                                       
                           
Link Copied!
ই-প্রিন্ট ই-প্রিন্ট                            

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি ও বিদ্রোহের অভিযোগ গঠনে ব্যবস্থা নিতে বিচার বিভাগের প্রতি আহ্বান জানিয়েছে ‘জানুয়ারি সিক্স কমিটি’। দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে ট্রাম্পের।

ক্যাপিটল হিলে ২০২১ সালের উগ্র ট্রাম্পপন্থীদের দাঙ্গার ঘটনা তদন্তের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমি এই সহিংসতায় ‘উস্কানি’ দেওয়ার জন্য  অভিযোগ এনেছেন ট্রাম্পের বিরুদ্ধে। এতে আটকে যেতে পারে নির্বাচনে ট্রাম্পের প্রার্থিতা।

সোমবার (১৯ ডিসেম্বর) কংগ্রেসীয় প্যানেলের আনুষ্ঠানিক বৈঠকে সর্বসম্মতভাবে চারটি ফৌজদারি অপরাধের জন্য মামলা করার জন্য বিচার বিভাগের কাছে সুপারিশ করা হয়। সাবেক প্রেসিডেন্টকে অভিযুক্ত করার ব্যাপারে বিচার বিভাগই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগুলোর মধ্যে রয়েছে ‘উস্কানি’ প্রদান দাঙ্গায় সহায়তা বা সাহায্য করা; সরকারি কার্যক্রমে বাধা দেয়া; যুক্তরাষ্ট্রকে অকার্যকর করার ষড়যন্ত্র করা; এবং ফেডারেল সরকারের বিরুদ্ধে ভুয়া বিবৃতি দেয়ার ষড়যন্ত্র করা।