ঢাকামঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রে ভেস্তে গেলো স্পিকার নির্বাচন

আন্তর্জাতিক ডেস্ক :
জানুয়ারি ৫, ২০২৩ ১০:০৯ অপরাহ্ণ / ই-প্রিন্ট ই-প্রিন্ট
                                                       
                           
Link Copied!
ই-প্রিন্ট ই-প্রিন্ট                            

স্পিকার নির্বাচন নিয়ে অস্বস্তিকর অচলাবস্থার মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। ছয় দফা ভোটের পরও জয় নিশ্চিত করতে পারেননি হাউজে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান দলের প্রার্থী ক্যাভিন ম্যাকার্থি। একে লজ্জাজনক পরিস্থিতি বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

বিদায়ী স্পিকার ন্যান্সি পেলোসির স্থলাভিষিক্তকারীকে নির্বাচনের জন্য প্রতিনিধি পরিষদে মঙ্গলবার (৩ জনুয়ারি) তিন দফা এবং বুধবার আরও তিন দফায় ভোটাভুটি চলে। ষষ্ঠ দফায় মাত্র দুইশ’ এক ভোট পান রিপাবলিকান প্রার্থী ম্যাকার্থী।

দলীয় বিদ্রোহীদের প্রতিনিধি বায়রন ডোনাল্ডস ২০ এবং ডেমোক্রেট প্রার্থী হাকিম জেফরিস দুইশ’ ১২ ভোট পেয়েছেন।

প্রতিদ্বন্দ্বি তিন প্রার্থীর সবাই ন্যূনতম দুইশ’ ১৮ ভোট পেতে ব্যর্থ হওয়ায় বুধবার রাতে সপ্তম দফা ভোটের ঘোষণায় অধিবেশন স্থগিত হয়।

আবার ভোটাভুটিতে অপরাগতা জানিয়ে ম্যাকার্থি বলেন, এটি ফলপ্রসূ হবে না। তার ধারণা, বারবার ভোট নিলেও ফলাফলে খুব একটা পরিবর্তন হবে না। নজিরবিহীন এই পরিস্থিতিতে আক্ষেপ জানিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন।