ঢাকামঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আবারও কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে মেটা

আন্তর্জাতিক ডেস্ক :
এপ্রিল ২০, ২০২৩ ৯:৫৭ অপরাহ্ণ / ই-প্রিন্ট ই-প্রিন্ট
                                                       
                           
Link Copied!
ই-প্রিন্ট ই-প্রিন্ট                            

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের ‘দক্ষ কর্মীগোষ্ঠী’ গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবে ছাঁটাইয়ের এ সিদ্ধান্ত বলে জানিয়েছে মেটা কর্তৃপক্ষ।

বুধবার (১৯ এপ্রিল) মেটার আওতাধীন সব প্রতিষ্ঠান থেকে আবারও একযোগে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। এরই মধ্যে মেটা তাদের অধীনে থাকা সব প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে কর্মী ছাঁটাইয়ের বিষয়টি চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে বলেও উল্লেখ করা হয়। নতুন এ ঘোষণার মধ্য দিয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং রিয়েলিটি ল্যাবের কয়েক হাজার কর্মী আগামী মাসে চাকরিচ্যুত হবেন বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনে মেটার কর্মপরিকল্পনা ঢেলে সাজানো এবং প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের দক্ষ কর্মীবাহিনী গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবেই নতুন এই পদক্ষেপ নেয়া হয়েছে। তবে ঠিক কত সংখ্যক কর্মী এবার চাকরিচ্যুত হবেন সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।