আশারআলো
……………..
মুনমুন জ্যোতি
মন বিবেকের আলো জ্বেলে
ভালো কিছু করার আশায়,
রাত থেকে দিন হয় ,দিন থেকে রাত।
আশার আলো জেগে যায় প্রতি দিন রাত ।
নিশিদিন জাগরণে ভাবনার আলোরণে ,
আশার প্রতিভা করে আলোচিত সমাজ।
আলোর আশা নিয়ে থেকে মনোভাবনা
আলোর পথে করে ভরসা ,
আসার আলো সঠিক পথ দেখায় জীবনকে
ন্যায় করে প্রতিষ্ঠা ।
অন্যায়ের পথে রুখে দাঁড়াতে
মনে রাখতে হয় নিষ্ঠা ।
সঠিক পথকে আশার আলো দেয় পরিপূর্ণতা ।