ঢাকাবৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

উদীয়মান কবি মুনমুন জ্যোতির আশার আলো ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে পাঠকদের

মুনমুন জ্যোতি
মে ২০, ২০২২ ৫:১৯ অপরাহ্ণ / ই-প্রিন্ট ই-প্রিন্ট
                                                       
                           
Link Copied!
ই-প্রিন্ট ই-প্রিন্ট                            

আশারআলো
……………..
মুনমুন জ্যোতি

মন বিবেকের আলো জ্বেলে
ভালো কিছু করার আশায়,
রাত থেকে দিন হয় ,দিন থেকে রাত।
আশার আলো জেগে যায় প্রতি দিন রাত ।
নিশিদিন জাগরণে ভাবনার আলোরণে ,
আশার প্রতিভা করে আলোচিত সমাজ।
আলোর আশা নিয়ে থেকে মনোভাবনা
আলোর পথে করে ভরসা ,
আসার আলো সঠিক পথ দেখায় জীবনকে
ন্যায় করে প্রতিষ্ঠা ।
অন্যায়ের পথে রুখে দাঁড়াতে
মনে রাখতে হয় নিষ্ঠা ।
সঠিক পথকে আশার আলো দেয় পরিপূর্ণতা ।