বৃহস্পতিবার , ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মির্জাপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের সম্মেলন এ সভাপতির দৌড়ে এগিয়ে সাবেক ছাত্র নেতা মারুফ রহমান

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৩ মে, ২০২২

আগামী ৩রা জুন মির্জাপুর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সম্মেলন কে সামনে রেখে সভাপতি হিসাবে প্রার্থী হয়েছেন সাবেক জেলা ছাত্রলীগ নেতা মারুফ রহমান।

পিতাঃ মৃত বীরমুক্তিযুদ্ধা নূর মোহাম্মদ ছিলেন স্বাধীনতা পরবর্তী মির্জাপুর উপজেলা আওয়ামীলীগ  এর  অন্যতম সংগঠক। পারিবারিক সূত্রে স্কুল জীবন থেকেই আওয়ামী রাজনীতির সাথে জড়িয়ে পড়েন মারুফ রহমান।

পরবর্তীতে মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং টাঙ্গাইল জেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। বর্তমান এ টাঙ্গাইল জেলা দায়রা জজ আদালত এ শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত আছে।

এ ছাড়াও একাধিক সামাজিক  সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন তিনি। ইউনিয়ন পাড়া ইয়ুথ ক্লাব ,মির্জাপুর ব্লাড এসোসিয়েশন ইত্যাদি।

শিক্ষাজীবন: ইস্টার্ন ইউনিভার্সিটি আইন অনুষদ থেকে ২০১৭ সালে এলএলবি (অনার্স ) সম্পর্ণ করেন তিনি। সাবেক বর্তমান ছাত্রনেতা থেকে শুরু করে মির্জাপুর উপজেলা আওয়ামীলীগ এর বর্তমান অধীকাংশ নেতা চাচ্ছে মেধা যোগ্যতার ভিত্তীতে বিচার করে মেধাবী সাবেক এই ছাত্র নেতাকে মির্জাপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি হলে দল সুসংগঠিত হবে।