শুক্রবার , ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

উদীয়মান কবি মুনমুন জ্যোতির পাঠক প্রিয় কবিতা মানবতার অবদান

প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ জুন, ২০২২

মানবতার অবদান
মুনমুন জ্যোতি

মানুষের বিবেকের জাগ্রত মানবতা
মানবতা না থাকলে বিশ্ব অন্ধকারে ঢাকা
মানবতার অবদানে সমাজ হয় কল্যাণময়।
মানবতা আছে যার
মহান বিবেকের পরিচয় তার।
মানবতা নেই যার
বিবেকহীন পরিচয় তার।
ধন সম্পদের থাকে না স্থায়ীত্ব
মানবতার অবদান থাকে চিরন্তর।