আজ শনিবার (২৫ জুন) নিজস্ব অর্থায়নে করা পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রমত্তা পদ্মায় লাল ও সবুজের ৮০টি নৌকা প্রস্তুত রয়েছে। তারা সরকারপ্রধান ও আওয়ামী লীগ সভাপতিকে বরণ করে নেবে।
এদিকে সেতু উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত জনসভায় আসতে শুরু করেছে মানুষ। বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এরই মধ্যে প্রবেশ করতে শুরু করেছে দলের কর্মী-সমর্থকসহ সাধারণ মানুষ। শনিবার (২৫ জুন) ভোর পৌনে ৬টা থেকেই জনসভাস্থল মানুষের পদচারণায় মুখরিত হতে শুরু করে।
জনসভায় বিভিন্ন ধরনের ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে প্রবেশ করছেন দলের কর্মী-সমর্থকরা। নানা স্লোগানে মুখরিত জনসভাস্থল। পদ্মার কূলঘেঁষে আয়োজিত এ জনসভায় এরই মধ্যে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে।