ঢাকাবুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সেতু দেখতে এসে জরিমানা গুনলেন আইয়ূব

ইমরান রহমান অনিম
জুন ২৬, ২০২২ ৪:৫২ অপরাহ্ণ / ই-প্রিন্ট ই-প্রিন্ট
                                                       
                           
Link Copied!
ই-প্রিন্ট ই-প্রিন্ট                            

পদ্মা সেতুর টোলপ্লাজার জাজিরা প্রান্তে মোটরসাইকেলের চালকদের জরিমানা করা হয়েছে। মাদারীপুরের আইয়ুব নামের এক মোটরসাইকেল চালককে ১০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। তার সঙ্গে আরও সাত চালককে ২০০ টাকা করে ১ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।

আজ রোববার দুপুর ২টার দিকে পদ্মা সেতুর জাজিরা টোল প্লাজার সামনে এই জরিমানা করেন জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা।

খোঁজ নিয়ে জানা যায়, পদ্মা সেতু দেখতে এসেছিলেন মারাদীপুর জেলার কাঁঠালবাড়ীর বাসিন্দা আয়ূব খান। ইচ্ছে ছিল যাবেন সেতুর ওপাশে। কিন্তু মোটরসাইকেল যাত্রায় হেলমেট না থাকায় তাকে ভ্রাম্যমাণ আদালতে গুনতে হয়েছে জরিমানা।
উম্মে হাবিবা ফারজানা বলেন, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো ও মোটরসাইকেল আরোহীদের হেলমেট না থাকায় এই জরিমানা করা হয়। আমরা আটজনকে এই জরিমানা করেছি।