ঢাকাবৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আফগানিস্তানে ৩ হাজার টন গম পাঠিয়েছে ভারত

ইমরান রহমান অনিম
জুন ২৭, ২০২২ ১১:২০ পূর্বাহ্ণ / ই-প্রিন্ট ই-প্রিন্ট
                                                       
                           
Link Copied!
ই-প্রিন্ট ই-প্রিন্ট                            

মানবিক সহায়তার অংশ হিসেবে আফগানিস্তানে তিন হাজার টন গমের একটি চালান পাঠিয়েছে ভারত। শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। খবর দি ইকোনমিক টাইমসের।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে অরিন্দম বাগচি বলেছেন, ‘আফগানিস্তানে আজ তিন হাজার টন গমের পরবর্তী চালান পাঠিয়েছে ভারত। আফগান জনগণকে মানবিক সহায়তা প্রদানে আমাদের দৃঢ় অঙ্গীকার রয়েছে।’

জাতিসংঘের খাদ্য বিষয়ক সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে আফগানিস্তানে ভারত ৩৩ হাজার ৫০০ মেট্রিক টন গমের চালান পাঠিয়েছে বলে জানিয়েছেন তিনি।

গত মে মাসে ভারত সরকারের মানবিক সহায়তা হিসেবে দুই হাজার মেট্রিক টন গমের আরেকটি চালান আত্তারি-ওয়াগা সীমান্ত দিয়ে আফগানিস্তানে পাঠানো হয়েছিল। আফগানিস্তানে ৫০ হাজার মেট্রিক টন গম পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে ভারত সরকার। এই প্রতিশ্রুতির অংশ হিসেবে দেশটিতে এরই মধ্যে ১০ হাজার টন গম পাঠিয়েছে নয়াদিল্লি।

এর আগে, পাকিস্তানের স্থলপথ ব্যবহার করে আফগানিস্তানে ৫০ হাজার টন গম মানবিক সহায়তার ঘোষণা দিয়েছিল ভারত। সেই ঘোষণার অংশ হিসেবে গত ২৬ ফেব্রুয়ারি প্রথম চালানে আড়াই হাজার মেট্রিক টন ভারতীয় গম পাকিস্তান হয়ে আফগানিস্তানের জালালাবাদে পৌঁছায়।

একই পথে গত ৩ মার্চ অমৃতসর থেকে পাঠানো দ্বিতীয় চালানে আরও দুই হাজার টন গম দেশটিতে পৌঁছায়। পরে গত ৮ মার্চ আত্তারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ৪০টি ট্রাকে আফগানিস্তানে দুই হাজার টন গমের তৃতীয় চালান পাঠিয়েছে ভারত।