বান্দরবানের একটু দূর্গমে মুরং এলাকায় অবস্থিত এই ঝর্নাটি দেশের অন্যতম সুন্দর একটি ঝর্না। চাইলে একদিনেই ঘুরে আসা সম্ভব, এডভেঞ্চার প্রেমীদের জন্য দারুন একটি ট্রেইল।
আলিকদম থেকে যাওয়া আসায় সব মিলিয়ে প্রায় ৮-১০ ঘন্টার মতো সময় লেগে যায়, যার মধ্যে পাহাড়ি পথে প্রায় ৬ ঘন্টার মতো হাঁটতে হয়।
এখানে বর্তমানে বেশ ভালোই পানির ধারা আছে, সেই সাথে ব্যাঙ ঝিরিও এই ট্রেইলের অন্যতম আকর্ষণ
আর যাদের হাতে একদিন সময় বেশি থাকবে তারা চাইলে একরাত মারায়নতং ক্যাম্পিং করে আলির গুহা দেখে একদিন পর ব্যাক করতে পারেন।
