মঙ্গলবার , ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

এসএসসি ২০১০ এবং এইচএসসি ২০১২ ব্যাচের পক্ষ থেকে সিলেটে ত্রাণকাজ সম্পন্ন

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৭ জুন, ২০২২

ফেসবুক গ্রুপ এসএসসি ২০১০ এবং এইচএসসি ২০১২ ব্যাচের পক্ষ থেকে সিলেটে ত্রাণকাজ সম্পন্ন করা হয়েছে গতকাল।
সেনাবাহিনীর সহায়তায় এই ফেসবুক গ্রুপটির সদস্যরা সিলেটের বন্যা কবলিত মানুষের কাছে ত্রাণ নিয়ে যায়। তাদের লক্ষ্যমাত্রা ছিল ১০০ টি পরিবারকে সহায়তা করার।
নিজেদের অর্থায়নে নিজেরাই সেনাবাহিনীর সহায়তা নিয়ে পাশে দাড়িয়েছে এই বন্যা কবলিত মানুষগুলোর জন্য।

ফেসবুক গ্রুপটির এডমিনদের সাথে কথা বলে জানা যায়, তারা ফেসবুকে ইভেন্ট খুলে নিজেদের ব্যাচমেট বন্ধুদের সহযোগিতায় উঠে আসে ১০০ পরিবারকে সহায়তা করার রসদ। আরও বেশি পরিবারকে সহায়তার ইচ্ছে থাকলেও সময় সল্পতার জন্য করতে পারেনি বলে জানান।