সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পদ্মা সেতু নিয়ে বিরূপ মন্তব্য করায় এক বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ জুন) বসুরহাট পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম আবুল কালাম আজাদ (৪২)। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
জানা গেছে, পদ্মা সেতু উদ্বোধনের আগের দিন একটি নিউজ পোর্টালে ‘পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছবি তোলা যাবে না’ শিরোনামের একটি নিউজ প্রকাশ করা হয়। নিউজটি ফেসবুকে ওই পোর্টালের পেইজে শেয়ারের পর সেখানে ‘আই মুতি ছবি তুলুম’ লিখে নিজ আইডি থেকে একটি মন্তব্য করেন বিএনপির ওই নেতা। পরবর্তীতে বিষয়টি প্রশাসনের নজরে আসে।
পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম গণমাধ্যমকে জানান, বিএনপি নেতা আবুল কালাম আজাদের মন্তব্যের বিষয়টি আমাদের নজরে আসার পর সোমবার (২৭ জুন) রাতে বসুরহাট পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।