রবিবার , ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

যুক্তরাষ্ট্রের টেক্সাসে লরি থেকে ৪৬ মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

যুক্তরাষ্ট্রে একটি লরি থেকে ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এরা সবাই অভিবাসনপ্রত্যাশী।

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সান আন্তোনিও শহরের একটি লরি থেকে এসব মানুষকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

খবরে বলা হয়েছে, লরি থেকে উদ্ধার হওয়া আরও অন্তত ১৬ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় কেএসএটি টিভি চ্যানেলের খবরে বলা হয়, লরিটি সান আন্তোনিওর দক্ষিণ-পশ্চিম দিকে একটি রেল লাইনের পাশে পড়েছিল।