ঢাকাবুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় যুবক গ্রেপ্তার

ইমরান রহমান অনিম
জুন ২৯, ২০২২ ৭:৫৭ অপরাহ্ণ / ই-প্রিন্ট ই-প্রিন্ট
                                                       
                           
Link Copied!
ই-প্রিন্ট ই-প্রিন্ট                            

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি এবং তার পরিবারের অকল্যাণ কামনা করে নিজ ফেসবুক আইডি থেকে পোস্ট করায় সৌভিক সাহা (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর আজ বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

সদ্য এইচএসসি পাস করা সৌভিক সাহা জেলার গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী বার্থী তারা মায়ের মন্দির পরিচালনা কমিটির সদস্য বেল্টু সাহার ছেলে।

মামলার বাদী বার্থী তারা মায়ের মন্দির পরিচালনা কার্যকরী কমিটির সভাপতি শান্তনু ঘোষ বলেন, মন্দির কমিটির সদস্য উপজেলার মেদাকুল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বেল্টু সাহার ছেলে সৌভিক সাহা প্রধানমন্ত্রীকে কটূক্তি করে এবং তার পরিবারের অকল্যাণ চেয়ে মন্দিরে প্রার্থনা চলছে এমন তথ্য প্রচার করে সবাইকে যোগ দিতে আহ্বান জানিয়ে তার নিজের আইডি থেকে গত সোমবার রাতে ফেসবুকে একটি পোস্ট করেন। বিষয়টি গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেনকে জানানোর পর থানা পুলিশ তাকে আটক করে। থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশের কাছে পোস্ট করার কথা স্বীকার করেন।

সৌভিক সাহার বাবা বেল্টু সাহা বলেন, আমার ছেলে মানসিক ভারসাম্যহীন।

গৌরনদী থানার ওসি বলেন, ফেসবুকে এক‌টি পোস্টকে কেন্দ্র করে মামলা হয়েছে। সেই মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।