আদি বুড়িগঙ্গা দখল করে নির্মাণ করা রাজধানীর লালবাগ থানা ভবনসহ সব স্থাপনা সরিয়ে নেয়া হবে। এ কথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
বুধবার (২৯ জুন) সকালে লালবাগের শহীদ নগর এলাকায় খনন কাজের উদ্বোধন করে তিনি জানান, আদি বুড়িগঙ্গার চ্যানেল দখল করে, স্থাপনা তৈরি করেছে সরকারের বিভিন্ন সংস্থাও।
এসময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানান, পশ্চিম শহীদ নগর মৌজার লালবাগ থানার পুরোটাই পড়েছে আদি বুড়িগঙ্গা চ্যানেলে।