ঢাকাবুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাশিয়ার গম রপ্তানি বাড়ছে: রয়টার্সের জরিপ

ইমরান রহমান অনিম
জুন ২৯, ২০২২ ২:০২ অপরাহ্ণ / ই-প্রিন্ট ই-প্রিন্ট
                                                       
                           
Link Copied!
ই-প্রিন্ট ই-প্রিন্ট                            

চলতি ২০২২/২৩ অর্থবছরে ২৫ শতাংশ গম রপ্তানি বাড়বে রাশিয়ার। এসময়ে রপ্তানির জন্য রেকর্ড ৪১ মিলিয়ন টন খাদ্যশস্যটি হাতে থাকবে দেশটির। গতকাল মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক জরিপে এমনটি দেখা গেছে।

৯ জন বিশ্লেষক, কর্মকর্তা ও ব্যবসায়ীদের জরিপ থেকে মধ্যম অনুমান অনুসারে, ২০২২ সালে রাশিয়ার গম রপ্তানি বাড়বে ১৪ শতাংশ।

বিশ্লেষকরা বলছেন, কতগুলো বিষয়ের ওপর নির্ভর করে রপ্তানির এ আকার নির্ধারিত হবে। যেমন-ইউক্রেনে হামলা চালানোয় মস্কোর ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা, শক্তিশালী রুবল, রপ্তানি কর, পরিবহন ও বীমা খরচ বৃদ্ধির প্রভাব ইত্যাদি।