পাশাপাশি আগের মতো মিনিমাম ডেইলি প্যাকেজ রেট নেয়া হবে না। প্রথমে ভুটানে প্রবেশ করলে পর্যটকদের থেকে নেয়া হতো দিনবাবদ কিছু টাকা। অর্থাৎ পর্যটকরা যতদিন সে দেশে থাকবে, তা ট্যুর অপারেটরদের কাছে জমা দিতে হবে, এই নিয়মটি আর থাকছে না।
ভুটানের বিদেশমন্ত্রী ড. তান্ডি দোরজি এক বিবৃতিতে জানিয়েছেন, ‘পর্যটক কেন্দ্রের অনুমতি নিয়ে, থিম্পুতে পর্যটকরা নিজেদের মতো ঘুরতে পারবেন। তবে ফাজোডিং ট্রেক বা ভুটানের অন্য কোথাও যেতে হলে সঙ্গে একজন গাইড বাধ্যতামূলক নিতে হবে। তবে এ ক্ষেত্রে পর্যটক যদি চান, তবে প্রতিদিন একটি গাইড পরিবর্তন করতে পারেন।’
তিনি আরও বলেন, ‘বহুদিন থেকে ভুটান বন্ধ রয়েছে। তাই আমরাও চাইছি, ভুটান খুলে যাক। যাতে পর্যটকদের স্বাভাবিক যাতায়াত ঘটে এবং পর্যটকরা ঘুরে যেতে পারেন। তা ছাড়া দীর্ঘকালীন ক্ষেত্রে আমাদের লক্ষ্য হলো দর্শনার্থীদের জন্য উপযুক্ত ব্যবস্থা করা ও আমাদের নাগরিকদের জন্য পেশাগত কাজের ব্যবস্থা করা।’