ঢাকারবিবার, ২৮শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শ্রেণিকক্ষে ঢুকে ইট দিয়ে শিক্ষিকার মাথা ফাটাল কিশোর গ্যাং সদস্য

ইমরান রহমান অনিম
জুন ৩০, ২০২২ ৬:৩৭ অপরাহ্ণ / ই-প্রিন্ট ই-প্রিন্ট
                                                       
                           
Link Copied!
ই-প্রিন্ট ই-প্রিন্ট                            

কক্সবাজারের পেকুয়া উপজেলার একটি মাদ্রাসার ক্লাস রুমে ঢুকে এক শিক্ষিকাকে ইট দিয়ে আঘাত করে মাথা ফাটিয়েছে কিশোর গ্যাংয়ের এক সদস্য।

মঙ্গলবার (২৮ জুন) সকাল সাড়ে ১১টার দিকে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের গোঁয়াখালী উত্তর বটতলীয়াপাড়া এলাকা ছৈয়দ মুহাম্মদ নূরী স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসায় এ ঘটনা ঘটে।


আহত শিক্ষিকা আনার কলির অভিযোগ, আকিব একজন কিশোর গ্যাং এর সদস্য মাদ্রাসা চলাকালীন প্রায় শিক্ষার্থীদের জ্বালাতন করত। তাকে অনেকবার নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে শ্রেণিকক্ষে ঢুকে ইট দিয়ে মাথায় আঘাত করা হয়।

এ ব্যাপারে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন মাদ্রাসার প্রধান শিক্ষক মো. আজিজুল হক।


অভিযোগে বলা হয়েছে, মাদ্রাসায় ক্লাস করাচ্ছিল শিক্ষিকা আনার কলি। হঠাৎ বটতলীয়াপাড়ার এয়ার মুহাম্মদের ছেলে বখাটে আকিব ক্লাস রুমে ঢুকে শিক্ষিকা আনার কলিকে মাথায় ইট দিয়ে আঘাত করে। এ সময় তার মাথা ফেটে যায়। তার চিৎকারে অন্য শিক্ষকরা এগিয়ে এলে আকিব পালিয়ে যায়। এ ঘটনার পর আকিবের পরিবারকে খবর দেওয়া হলে তার মা শারমিন আকতার এসে আবারও গণ্ডগোল করে।

পেকুয়া উপজেলা কর্মকর্তা পূর্বিতা চাকমা বলেন, মাদ্রাসার প্যাডে বিষয়টি নিয়ে লিখিতভাবে অভিযোগ করেছেন কর্তৃপক্ষ। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে।