শনিবার (২ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সংগঠনটি এই দাবি জানায়। সবাবেশে অংশ নেন বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ, ছাত্র এক্য পরিষদ, সনাতন সংগঠনসহ বিভিন্ন সংখ্যালঘু সংগঠনের সদস্যরা।
সম্প্রতি নয়াদিল্লি সফরে গিয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করেন। এর প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।