পরবর্তী সময়ে গাভিটি এক আত্মীয়র কাছে বিক্রি করলেও লাল রঙের ষাঁড়টি নিজের গোয়ালে রেখে পুষতে থাকেন। তবে ষাঁড়টির ঠিকমতো খাবার জোগাড় করতে না পারলেও এর নাম রাখেন লাল বাদশা। প্রতিদিনই মানুষ ভিড় করেন লাল বাদশাকে দেখতে।
গরুটি লালনপালন করছেন জীর্ণশীর্ণ একটি গোয়ালঘরে। বর্তমানে ৮ ফুট ৪ ইঞ্চি লম্বা, ৫ ফুট উচ্চতা এবং আড়ে ৮ ফুট ৯ ইঞ্চি। চার বছরে লাল বাদশার ওজন হয়েছে ৩২ মণ। ধারণা করা হচ্ছে, এটিই পিরোজপুর জেলার সবচেয়ে বড় গরু।
গত বছর করোনাভাইরাস সংক্রমণের কারণে ষাঁড়টি বিক্রি না করতে পারলেও এ বছর তারা লাল বাদশাকে বিক্রি করতে চাচ্ছে। তাই ষাঁড়টির মূল্য ৮ লাখ টাকা নির্ধারণ করেছেন তারা।