নেত্রকোনায় মোহনগঞ্জে হাওড়ের পানিতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু মৃত্যু হয়েছে। শনিবার (২ জুলাই) বিকালে উপজেলার সমাজসহিলদেও ইউনিয়নের উপিয়ারকোনা গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো- ওই এলাকার আনোয়ার হোসেন আনুর মেয়ে মারজিয়া আক্তার (৯) ও চাচাতো বোন বাচ্চু মিয়ার মেয়ে ইভা আক্তার (৭)।
মোহনগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) রাশেদুল ইসলাম জানান, গ্রামের হাওড়ের খালপাড়ে ব্রিজের ওপর খেলছিল শিশুরা। এ সময় ইভা আক্তার হাওড়ে গোসল করতে নেমে পড়ে। এ সময় ইভাকে ডুবে যেতে দেখে চাচাতো বোন মারজিয়া ইভাকে বাঁচাতে পানিতে নেমে পড়ে। দুজনেই তলিয়ে যায়। এটি দেখে অন্য শিশুরা বাড়িতে গিয়ে খবর দিলে খোঁজাখুঁজি শেষে মাছ ধরার জাল ফেলে এক ঘণ্টা পর শিশু দুটির মরদেহ ওই স্থান থেকেই উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের সহায়তা করে।
অন্যদিকে কলমাকান্দার সাংবাদিক বিভাস সরকার জানান, শুক্রবার সন্ধ্যায় (১ জুলাই) উপজেলা সদরের বিশারা গ্রামে ঘরের পাশেই পানিতে পড়ে গিয়ে নুসরাত নামের তিন বছরের শিশুর মৃত্যু হয়েছে।
বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য মতে এ নিয়ে বন্যার পানিতে ডুবে জেলার ১০ উপজেলার গত ১৫ দিনে ৫ শিশুসহ অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে।