ঢাকারবিবার, ২৮শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

করোনামুক্ত বিএনপি মহাসচিব

ইমরান রহমান অনিম
জুলাই ৫, ২০২২ ৬:০৩ পূর্বাহ্ণ / ই-প্রিন্ট ই-প্রিন্ট
                                                       
                           
Link Copied!
ই-প্রিন্ট ই-প্রিন্ট                            

মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে মুক্ত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার স্ত্রী রাহাত আরা বেগম।

সোমবার (৪ জুলাই) তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য খায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, রোববার (৩ জুলাই) আবার করোনা পরীক্ষা করা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সোমবার (৪ জুলাই) তার রিপোর্ট নেগেটিভ আসে।
এর আগে ২৫ জুন সস্ত্রীক কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যদিও এবার দ্বিতীয় দফায় করোনা আক্রান্ত হন তিনি।

গত ১১ জানুয়ারি প্রথমবার করোনায় আক্রান্ত হন তিনি। যদিও তার করোনা টিকার বুস্টার ডোজ নেওয়া আছে।