দেশজুড়ে চোখ ধাঁধানো আতশবাজিতে উদযাপিত হলো যুক্তরাষ্ট্রের ২৪৬তম স্বাধীনতা দিবস। কুচকাওয়াজ, কনসার্ট ও কার্নিভালসহ নানা আয়োজনে দিবসটি উদযাপন করেন মার্কিনরা।
চোখ ধাঁধানো আতশবাজির আলোয় উজ্জ্বল যুক্তরাষ্ট্রের আকাশ। নানা রঙের আলোয় আলোকিত রাত। সোমবার (৪ জুলাই) জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উপযাপন করা হয় দেশটির ২৪৬তম স্বাধীনতা দিবস। করোনা মহামারির কারণে গত দুবছর ম্লান হওয়া স্বাধীনতা দিবস এবছর বেশ বড় পরিসরে অনুষ্ঠিত হয়।
এ দিবসের আয়োজনের বড় অংশজুড়ে থাকে আতশবাজি। তবে সোমবার সন্ধ্যায় আতশবাজি ছাড়াও আয়োজন করা হয় কুচকাওয়াজ এবং কনসার্টের। যেখানে অংশ নেন জনপ্রিয় সব শিল্পীরা।
স্বাধীনতা দিবস উপলক্ষে সপ্তাহজুড়েই থাকে নানা আয়োজন। ৪ জুলাই দিনটি উদযাপন হয় আনুষ্ঠানিকভাবে। তবে এবারের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে গুলি ও হতাহতের ঘটনার প্রভাব পরে দেশজুড়ে। আতঙ্কে উৎসবে যোগ দেননি অনেকেই।
সোমবার বিকেলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন হোয়াইট হাউসের সাউথ লনে সেনাবাহিনীর সদস্যদের পরিবারের জন্য বিভিন্ন আয়োজন করেন। এরপর তারা ন্যাশনাল মলে আতশবাজি প্রদর্শনী উপভোগ করেন।
মার্কিনদের সঙ্গে দেশটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরাও উদযাপন করেন স্বাধীনতা দিবস উৎসব।