ঢাকাবুধবার, ৩১শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চাঁদ দখলের পাঁয়তারা করছে চীন!

ইমরান রহমান অনিম
জুলাই ৬, ২০২২ ১০:৫৬ পূর্বাহ্ণ / ই-প্রিন্ট ই-প্রিন্ট
                                                       
                           
Link Copied!
ই-প্রিন্ট ই-প্রিন্ট                            

চীন এবার চাঁদ দখলের পাঁয়তারা করছে বলে অভিযোগ উঠেছে। এমন অভিযোগ তুলেছেন মার্কিন মহাকাশ সংস্থা নাসার প্রধান বিল নেলসন। তবে এ অভিযোগকে ‘অবাস্তব’ আখ্যা দিয়ে তা অস্বীকার করার পাশাপাশি নাসা প্রধানের মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বেইজিং।
চীন ও যুক্তরাষ্ট্র এখন একে অপরের প্রতিদ্বন্দ্বী। প্রতিটি ক্ষেত্রেই তাদের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান লক্ষ্যনীয়। সম্প্রতি তাইওয়ান নিয়ে দেশ দুটির মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। বেইজিং যেকোনো দিন তাইওয়ানে হামলা চালাতে পারে বলে বারবার সতর্ক করছে ওয়াশিংটন।

এরমধ্যেই আবারও চীনের বিরুদ্ধে অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। তবে, এবারের অভিযোগ গুরুতর। বেইজিং পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ দখলের পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা।

সম্প্রতি নাসার প্রধান বিল নেলসন বলেন, ‘মহাকাশ নিয়ে চীনের উচ্চাকাঙ্ক্ষায় আমি উদ্বিগ্ন। দেশটি যেকোনো দিন চাঁদকে নিজেদের বলে দাবি করতে পারে।’

মঙ্গলবার (৫ জুলাই) এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় নাসা প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা করেছে। বিল নেলসনের মন্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন’ ও ‘অবাস্তব’ বলেও উল্লেখ করেছে বেইজিং।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্রের এমন কর্মকাণ্ড নতুন নয়। এছাড়া চীনের বিরুদ্ধে নাসা বরাবরই এমন মিথ্যা অনেক অভিযোগ আনে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

চলতি সপ্তাহেই নিজস্ব মহাকাশ স্টেশনের কাজ শেষ করতে নতুন মহাকাশ মিশন পাঠিয়েছে চীন।