দর্শকদের ব্যাপক চাহিদার ভিত্তিতে আবারও পর্দায় আসতে যাচ্ছে দেশের জনপ্রিয় ইউটিউব চ্যানেল প্রাঙ্ক কিং-এর ওয়েব সিরিজ স্কুল গ্যাং সিজন টু। ইতোমধ্যে ঢাকা, মানিকগঞ্জ ও নড়াইলের বিভিন্ন মনোরম লোকেশনে শেষ হয়েছে ওয়েব সিরিজটির শুটিং। বৃহস্পতিবার (৭ জুলাই) মুক্তি দেয়া হয়েছে এর ট্রেলারও।
বরাবরের মতো এবারও ওয়েব সিরিজটিতে অভিনয় করেছেন প্রাঙ্ক কিং-এর জনপ্রিয় সব মুখ। শাহিদুল আলম সাচ্চু, আব্দুল্লাহ রানা, রকি খান, তামিম খন্দকার, শায়লা সাথী, আরোহী মিম, মিরাজ খান, আদর, সাকিব, নাজিয়া, সিয়াম ও শান্তসহ সব জনপ্রিয় মুখের দেখা মিলবে এবারের সিরিজে। ওয়েব সিরিজটি রচনা ও পরিচালনা করেছেন আর্থিক সজীব।
স্কুল গ্যাং সিজন টু প্রসঙ্গে আর্থিক সজীব বলেন, প্রথম সিজনটি বেশ জনপ্রিয় হয়েছিল। আশা করছি দর্শক এবার আরও ভালো কিছু পাবে। গল্পেও ভিন্নতা আছে। সেই সঙ্গে আছে স্কুলবেলার সেই আমেজও।
দেশের তিনটি জেলায় শুটিং হয়েছে এবারের স্কুল গ্যাং-এর। শুরু থেকেই দর্শকদের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে ওয়েব সিরিজটি ঘিরে। দর্শকরাও দেখে নিরাশ হবেন না বলে মন্তব্য সিরিজটির অভিনেতাদের।
খুব শিগগিরই স্কুল গ্যাং সিরিজটি প্রাঙ্ক কিং-এর ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে জানা গেছে।