ঢাকারবিবার, ২৬শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ইউক্রেনে দুই মার্কিন রকেট সিস্টেম গুঁড়িয়ে দিল রাশিয়া

ইমরান রহমান অনিম
জুলাই ৭, ২০২২ ৪:০৯ পূর্বাহ্ণ / ই-প্রিন্ট ই-প্রিন্ট
                                                       
                           
Link Copied!
ই-প্রিন্ট ই-প্রিন্ট                            

পূর্ব-ইউক্রেনে যুক্তরাষ্ট্রের দুটি আর্টিলারি রকেট সিস্টেম (এইচআইএমএআরএস) ও গোলাবারুদের ডিপো গুঁড়িয়ে দিয়েছে রাশিয়া। বুধবার (৬ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ইউক্রেন চলতি মাসের শুরুর দিকে মাত্র চারটি আর্টিলারি রকেট সিস্টেম হাতে পেয়েছে। বিষয়টি এক প্রতিবেদনে জানিয়েছে বৈদেশিক সম্পর্ক বিষয়ক ইউরোপীয় পরিষদ। যুক্তরাষ্ট্র জুলাইয়ের মাঝামাঝি নাগাদ আরও ৮টি রকেট সিস্টেম সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে।

চলতি সপ্তাহে ইউক্রেনের লুহানস্ক দখলের পর রুশ সেনারা এখন দোনেৎস্ক অঞ্চলের দিকে নজর দিয়েছে। এ অঞ্চলে উভয় পক্ষের বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে।
বুধবার ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার গোলায় গত ২৪ ঘণ্টায় ৮ বেসামরিক নাগরিক নিহত ও আরও ২৫ জন আহত হয়েছেন। বিপরীতে রুশপন্থী স্বাধীনতাকামীরা জানিয়েছে, ইউক্রেনীয় বাহিনীর হামলায় তাদের ৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।-খবর আলজাজিরার

এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বিরুদ্ধে ‘কূটনৈতিক শিষ্টাচার’ লঙ্ঘনের অভিযোগ তুলেছে রাশিয়া। ভিয়েতনাম সফরে থাকা রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, প্রেসিডেন্ট পুতিনের ফোনালাপ প্রকাশ করে ম্যাক্রোঁ অপরাধ করেছেন। বুধবার (৬ জুলাই) ল্যাভরভ বলেন, ‘কূটনৈতিক শিষ্টাচার একতরফাভাবে রেকর্ডিং ফাঁসের অনুমতি দেয় না।’

ইউক্রেনে রুশ অভিযানের কয়েক দিন আগে ‘গোপনীয়’ কলের বিশদ বিবরণ সম্প্রতি প্রচার করে ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স২৪। ইউক্রেন সংঘাত বন্ধে ফ্রান্সের প্রেসিডেন্টের তৎপরতা নিয়ে নির্মিত একটি তথ্যচিত্রে ওই ফোনালাপ ফাঁস করা হয়।
ল্যাভরভ বলেন, ‘দুই নেতার কথোপকথনের বিষয়বস্তু নিয়ে রাশিয়ার লজ্জিত হওয়ার কিছু নেই। আমরা নীতিগতভাবে এমনভাবে আলোচনায় নেতৃত্ব দিই যে আমাদের কখনোই লজ্জিত হওয়ার কিছু নেই। আমরা সব সময় যা মনে করি, তা বলি। আমরা আমাদের অবস্থান ব্যাখ্যা করতে সব সময় প্রস্তুত থাকি।’

‘কৌশলগত অংশীদারত্ব’-এর দশম বার্ষিকী ঘিরে ল্যাভরভ দুই দিনের সফরে ভিয়েতনামে আছেন। ঐতিহাসিকভাবে মস্কোর ঘনিষ্ঠ ভিয়েতনাম। এখন পর্যন্ত ইউক্রেনে রাশিয়ার সামরিক হস্তক্ষেপের নিন্দা জানাতে অস্বীকার করেছে দেশটি।