ঢাকাবুধবার, ৩১শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইয়াবা কেনার সময় কনস্টেবলসহ আটক ৪

ইমরান রহমান অনিম
জুলাই ৮, ২০২২ ২:২২ অপরাহ্ণ / ই-প্রিন্ট ই-প্রিন্ট
                                                       
                           
Link Copied!
ই-প্রিন্ট ই-প্রিন্ট                            

চট্টগ্রামের পাঁচলাইশে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় এক পুলিশ কনস্টেবলসহ চারজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭। এ সময় তাদের কাছ থেকে পাঁচ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএ ইউসুফ। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

আটকৃ ব্যক্তিরা হলেন: উপল চাকমা (৪৫),  নান্টু দাশ (৪২), মো. কামরুল ইসলাম (৩০) ও মো. গিয়াসউদ্দিন (৪২)। এর মধ্যে উপল চাকমা বর্তমানে সিএমপির সিটিএসবিতে কর্মরত।

গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭-এর একটি দল জানতে পারে নগরীর পাঁচলাইশ মডেল থানাধীন মেডিকেল কলেজের পূর্ব গেটে কেনটাকী রেস্টুরেন্টে  কিছু মাদক কারবারি ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এ সময় র‍্যাবের দলটি অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চার মাদক কারবারি পালানোর চেষ্টা করলেও তাদের আটক করতে সক্ষম হয় র‌্যাবের অভিযান চালানো দলটি।
এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার ২৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা।