রাত পোহালেই ঈদুল আজহার জামাত। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় অপেক্ষায় ধর্মপ্রাণ মুসল্লিরা। সারা দেশের ঈদগাহ ময়দানগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঈদের নামাজকে ঘিরে প্রতিটি সিটি করপোরেশনের প্রধান মাঠগুলোতে নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
ঈদ জামাতের জন্য প্রস্তুত দেশের বিভিন্ন ঈদগাহ ময়দান। তবে, আবহাওয়া বিরূপ হলে ঈদগাহের পরিবর্তে স্থানীয় মসজিদে অনুষ্ঠিত হবে জামাত।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
চট্টগ্রাম: চট্টগ্রামে জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে ঈদের প্রথম ও প্রধান জামাত রোববার (১০ জুলাই) সকাল পৌনে ৮টায় অনুষ্ঠিত হবে। এখানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে ৯টায়। আর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে নগরীর ৪১টি ওয়ার্ডে একটি করে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এদিকে কোরবানির বর্জ্য ৭ ঘণ্টার মধ্যে অপসারণের ঘোষণা দিয়েছেন সিটি মেয়র।
খুলনা: খুলনা সিটি করপোরেশনে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায় খুলনা সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলে টাউন জামে মসজিদে প্রথম জামাত অনুষ্ঠিত হবে।
রাজশাহী: রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায় নগরীর হযরত শাহ্ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। তবে বৈরি আবহাওয়া হলে একই সময় প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহমখদুম দরগা মসজিদে।
সিলেট: সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে সকাল ৮টায়। একই সময় দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহজালাল দরগাহ মসজিদে। সিলেট সিটি করপোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
বরিশাল: নগরীর ঈদের প্রধান জামাত হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দান মাঠে সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। এছাড়াও চরমোনাই ঈদগাহ মাঠে জামাত হবে সকাল ৯টায়। মাত্র ৪ ঘণ্টার মধ্যে শহর পরিষ্কার রাখার আশা মেয়রের।
রংপুর: রংপুরে সকাল ৮টায় কালেক্টরেট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে ঈদুল আজহার প্রধান জামাত। তবে প্রাকৃতিক কোনো দুর্যোগ হলে একই সময় জেলা মডেল মসজিদ ও ইসলামী কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হবে ঈদের জামাত।
ময়মনসিংহ: ময়মনসিংহে শেষ সময়ে ঈদগাহের পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি মাঠের দেয়ালে রঙ করে সৌন্দর্য বর্ধণের কাজ সম্পন্ন করা হচ্ছে। নগরীর সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হবে ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে। সকাল ৮টায় শুরু হবে প্রথম জামাত।