চার হাজার চারশ কোটি মার্কিন ডলারে টুইটার কেনার যে চুক্তি করেছিলেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক, সেই চুক্তি থেকে বেরিয়ে এসেছেন তিনি। সামাজিক যোগাযোগের মাধ্যম ‘ফেক অ্যাকাউন্টের’ সংখ্যা নিয়ে টুইটারের বিভ্রান্তিমূলক বিবৃতির কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন এই ধনকুবের, এমনটাই জানা যাচ্ছে।
ইলন মাস্কের আইনজীবী জানিয়েছেন, টুইটারের কাছে একাধিকবার ভুয়া বা স্প্যাম অ্যাকাউন্টের তথ্য চেয়ে কোনো সাড়া পাওয়া যায়নি। তারা ব্যর্থ হয়েছে। অথচ স্বচ্ছতাই একটি প্রতিষ্ঠানের ব্যবসার মূল বিষয়।
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক গত এপ্রিলে টুইটার কেনার সিদ্ধান্ত নেওয়ার পর নানা আলোচনা-সমালোচনার মধ্যে এলো এই ঘোষণা।
ইলন মাস্ক বলেছেন যে টুইটার স্প্যাম ও ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা সম্পর্কে যথেষ্ট তথ্য দিতে ব্যর্থ হওয়ায় তিনি পিছিয়ে গেছেন।
টুইটার কর্তৃপক্ষ বলেছে যে তারা চুক্তিটি কার্যকর করার জন্য আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে।
সূত্র: বিবিসি