সোমবার , ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২১শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সরকারি দফতরে বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ কমানো হবে: প্রধানমন্ত্রীর মুখ্যসচিব

প্রকাশিত হয়েছে- বুধবার, ২০ জুলাই, ২০২২

সরকারি সব দফতরে বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ কমানো হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমেদ কায়কাউস।
বুধবার (২০ জুলাই) সরকারের ব্যয় সাশ্রয় নীতির বিষয়ে কার্যকর কর্মপন্থা নিরুপনে সচিবদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, অত্যাবশক না হলে বিদেশ ভ্রমণ পরিহার করতে হবে। আর আতঙ্কিত হওয়ার কিছু নেই, ভবিষ্যতে যেন কোনো সঙ্কটে না পড়তে হয় সেজন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।