চার গণতন্ত্রপন্থীর মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, মতপার্থক্য নিরসনে মিয়ানমারের উচিত তার আইন ও সংবিধান ব্যবহার করা।
জান্তা সরকারবিরোধী আন্দোলনে যুক্ত চারজনের মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য গতকাল সোমবার মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়। তবে কবে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তা উল্লেখ করা হয়নি।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিরা হলেন অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সাবেক আইনপ্রণেতা ফিয়ো জেয়া থকে, গণতন্ত্রপন্থী আন্দোলনকর্মী কিয়াও মিন ইউ, হ্লা মিও অং ও অং থুরা জাও।
নেড প্রাইস বলেন, মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে স্বাভাবিকভাবে কোনো ব্যবসা হতে পারে না। মিয়ানমারে সামরিক সরঞ্জাম বিক্রি নিষিদ্ধের জন্য সব দেশের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মিয়ানমারের জান্তা সরকারের রাজস্ব কমাতে যুক্তরাষ্ট্র সব বিকল্প বিবেচনা করছে বলে জানান নেড প্রাইস।