তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতির মধ্যে আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার (২৮ জুলাই) দুই রাষ্ট্রপ্রধান ভার্চুয়ালি কথা বলবেন। মার্কিন কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে। বুধবার (২৭ জুলাই) সংবাদমাধ্যম এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, বিভিন্ন ইস্যুতে বাইডেন ও শি জিনপিং নিয়মিত বিরতিতে আলোচনা চালিয়ে যাচ্ছে। শি জিনপিংয়ের সঙ্গে এটি বাইডেনের পঞ্চম বৈঠক।
তবে তাইওয়ানে যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার ন্যান্সি পেলোসির সফরের কথা রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে দেশ দুইটির মধ্যে সম্পর্ক আরও অবনতি হয়েছে।
বেইজিং সতর্ক করে জানিয়েছে, পেলোসি যদি তাইওয়ানে সফর করে তাহলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। কারণ চীন অঞ্চলটিকে নিজেদের বলে দাবি করে।
এদিকে এখনো পেলোসির সফর চূড়ান্ত হয়নি। গত সপ্তাহে বাইডেন জানিয়েছেন, এই মুহূর্তে তার তাইওয়ান সফর করা ঠিক হবে না। এর আগে ফাইনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয় আগস্টে তাইওয়ান সফর করবেন ন্যান্সি পেলোসি।