প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সদ্য-সমাপ্ত ভারত সফর নিয়ে বুধবার (১৪ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করবেন।
প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম সোমবার (১২ সেপ্টেম্বর) বলেন, ‘বুধবার বিকেল ৪ টায় এই সংবাদ সম্মেলন হবে।’
প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ৫ সেপ্টেম্বর ভারত সফর যান। ৪ দিনের সফর শেষ করে গত ৮ সেপ্টেম্বর ভারত থেকে দেশে ফেরেন।