রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা পশ্চিমা দেশগুলোকে আরও অস্ত্র সরবরাহ করার আহ্বান জানিয়েছেন। সোমবার ( ১৯ সেপ্টেম্বর) দিমিত্রি কুলেবা এ আহ্বান জানান।
ব্লুমবার্গ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাত্কারে দিমিত্রি কুলেবা বলেন, ইউক্রেন রাশিয়ার গত ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আগ্রাসনকে প্রত্যাখ্যান করছে। এসময় তিনি সম্প্রতি বিভিন্ন অঞ্চল পুনর্দখলের কথা তুলে ধরেন।