ঢাকাবৃহস্পতিবার, ২৩শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

টিকা উৎপাদক ফাইজারের সিইও-কেও ছাড়ছেনা করোনা!

আন্তর্জাতিক ডেস্ক :
সেপ্টেম্বর ২৫, ২০২২ ৩:৫১ অপরাহ্ণ / ই-প্রিন্ট ই-প্রিন্ট
                                                       
                           
Link Copied!
ই-প্রিন্ট ই-প্রিন্ট                            

আবারও করোনাভাইরাসে আক্রান্ত মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা আলবার্ট বোরলা। তবে তিনি সুস্থ আছেন বলে নিজেই জানিয়েছেন।

৬০ বছর বয়সী ফাইজারের প্রধান নির্বাহী বোরলা গত আগস্টে করোনা পরীক্ষা করালে পজেটিভ আসে। যুক্তরাষ্ট্রের খ্যাতনামা ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজার এবং জার্মান প্রতিষ্ঠান বায়োনটেক-এর যৌথভাবে উৎপাদিত ভ্যাকসিনের চারটি ডোজ নিয়েছিলেন আলবার্ট বোরলা। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি সুস্থ আছি এবং উপসর্গ মুক্ত।’

শনিবার বোরলা আরও বলেন, ‘আমি নতুন বাইভ্যালেন্ট বুস্টার ডোজ নেইনি। কারণ আমি গত আগস্টে করোনায় আক্রান্ত হই এবং সিডিসি’র নির্দেশনা অনুযায়ী এই ডোজ গ্রহণের জন্য তিন মাস অপেক্ষা করছিলাম।’ সূত্র: রয়টার্স