এ বছর নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে এক মানবাধিকার কর্মী ও দুই মানবাধিকার সংস্থাকে। শান্তিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় চলতি বছর নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে ইউক্রেন ও রাশিয়ার দুই সংস্থা এবং বেলারুশের মানবাধিকার কর্মী অ্যালেস বিয়ালিয়াৎস্কিনকে।
শুক্রবার (৭ অক্টোবর) বিকেল ৩টায় (বাংলাদেশ সময়) নরওয়ের রাজধানী অসলোতে শান্তিতে নোবেল বিজয়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে নোবেল ইনস্টিটিউট।
অফিসিয়াল টুইটারে নোবেল কমিটি জানিয়েছে, চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার বেলারুশের মানবাধিকার কর্মী অ্যালেস বিয়ালিয়াৎস্কি, রাশিয়ার মানবাধিকার সংস্থা মেমোরিয়াল এবং ইউক্রেনের মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিজকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন ও সাহিত্যে নোবেল ঘোষণা করা হয়েছে। ১০ অক্টোবর সোমবার অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে চলতি বছরের মোট ছয়টি শাখায় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা।