ঢাকাবৃহস্পতিবার, ২৩শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

চীন-তাইওয়ানের জন্য পরামর্শ দিলেন এলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক :
অক্টোবর ৮, ২০২২ ১০:৪৯ অপরাহ্ণ / ই-প্রিন্ট ই-প্রিন্ট
                                                       
                           
Link Copied!
ই-প্রিন্ট ই-প্রিন্ট                            

বিশ্বের শীর্ষ ধনী এলন মাস্ক চীন ও তাইওয়ানের মধ্যকার উত্তেজনা নিরসনের জন্য পরামর্শ দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, বেইজিংয়ের কাছে তাইওয়ানের খানিকটা নিয়ন্ত্রণ দেওয়ার মধ্য দিয়ে সমস্যার সমাধান হতে পারে। খবর: রয়টার্স।

শুক্রবার (৭ অক্টোবর) দ্য ফিন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত এ সাক্ষাৎকারে চীনের ব্যাপারে টেসলা প্রধানের কাছে জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, ‘আমার সুপারিশ হলো…তাইওয়ানের জন্য একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল প্রতিষ্ঠা করা যুক্তিসংগতভাবে প্রীতিকর হবে। হয়তো তা সবাইকে খুশি করবে না।’

মাস্ক মনে করেন, এ কাজটি করা সম্ভব। চীনা কর্তৃপক্ষ হংকংয়ের তুলনায় সহনশীল কোনো ব্যবস্থা নিতে পারে।

চীনের সাংহাইতে ইলন মাস্কের কোম্পানি টেসলার একটি বড় কারখানা আছে। গত বছর টেসলা থেকে বিশ্বের বিভিন্ন দেশে যে সংখ্যক গাড়ি বিক্রি হয়েছে, তার প্রায় অর্ধেক সাংহাইয়ের কারখানাটি থেকে সরবরাহ করা হয়েছে।

মাস্ক বলেন, তিনি মনে করেন তাইওয়ান নিয়ে সংঘাত অনিবার্য। তিনি সতর্ক করেছেন যে শুধু টেসলাই নয়, আইফোন প্রস্তুতকারক অ্যাপলসহ বড় অর্থনীতির ওপর এর প্রভাব পড়তে পারে। সূত্র: রয়টার্স